২০ দিনেই কারামুক্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট
প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাগার থেকে মুক্তি দিয়ে তাকে বিচারিক তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্যারিসের একটি আপিল আদালত।
গেল সোমবার (১০ নভেম্বর) ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, ফরাসি প্রসিকিউটররা বিচারিক তত্ত্বাবধানে সারকোজির মুক্তির অনুরোধ করেন। পরে আদালত এই রায় দেন।
উল্লেখ্য, লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে তহবিল নিয়ে নির্বাচনী প্রচারণার মামলায় সম্প্রতি পাঁচ বছরের কারাদণ্ড দন্ডিত হয়েছিলেন সারকোজি। কারাভোগের তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি মুক্তি পাচ্ছেন। তবে আদালত শর্ত দিয়েছেন ফ্রান্সের বাইরে যেতে পারবেন না সারকোজি।
এসএইচ//