বিবিসিকে মামলার হুমকি দিলেন ট্রাম্প
বক্তব্য বিকৃত করার অভিযোগে বিবিসির বিরুদ্ধে এক বিলিয়ন ডলারের মামলা করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আইনজীবীরা বিবিসিকে ১৪ নভেম্বরের মধ্যে তথ্যচিত্রটি ‘পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার’ করার সময়সীমা দিয়েছেন।
বিবিসির একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতে বলা হয়, একটি তথ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের ভাষণের দুটি অংশ একত্র করে এমনভাবে দেখানো হয় যেন তিনি ক্যাপিটল দাঙ্গায় জনগণকে উসকে দিচ্ছিলেন। এ ঘটনায় গেল রোববার (০৯ নভেম্বর) সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরাহ টারনেস।
বিবিসির চেয়ারম্যান সামির শাহ স্বীকার করেছেন, তথ্যচিত্রে ‘বিচার-বিবেচনার ভুল’ হয়েছে এবং সম্পাদিত ভাষণটি ভুল ধারণা দিয়েছে। তিনি জানিয়েছেন, বিবিসি এর জন্য ক্ষমা চাইবে।
গেল রোববার বিবিসির হাতে ট্রাম্পের আইনি নোটিশ পৌঁছায়। যেখানে তার বক্তব্য বিকৃতির জন্য ক্ষমা চাওয়া ও 'যথাযথ ক্ষতিপূরণ' এর দাবি জানানো হয়েছে।
এসএইচ//