দিল্লিতে গাড়ি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩
ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।
বিস্ফোরণের পরপরই লালকেল্লা মেট্রোস্টেশন ও ঐতিহাসিক লালকেল্লা তিন দিনের জন্য (১১-১৩ নভেম্বর) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে দর্শনার্থীদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে একাধিক গাড়িতে আগুন ধরে যায় এবং আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ে। সাতটি অগ্নিনির্বাপণ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এ ঘটনায় দিল্লি ও আশপাশের রাজ্যগুলো- কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত নয়। ফরেনসিক দল, দিল্লি পুলিশ ও এনআইএ যৌথভাবে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) আওতায় একটি মামলা হয়েছে।
এসএইচ//