আন্তর্জাতিক

তেহরানে এক কোটি মানুষের দুই সপ্তাহ চলার মতো পানি আছে

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের খাবার পানির প্রধান উৎস দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে।

শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাদ পারসা বলেছেন, প্রধান জলাধার আমির কাবির বাঁধে মাত্র এক কোটি ৪০ লাখ ঘনমিটার পানি আছে। এতে মাত্র দুই সপ্তাহ তেহরান বাসীকে পানি সরবরাহ করা সম্ভব হবে।

সম্প্রতি, প্রদেশটি দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে। আগামী কয়েক মাসে বৃষ্টিপাত না হলে তেহরানে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই পানীয় জলের সরবরাহ গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে। এতে অঞ্চলটি গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটে পড়তে পারে

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন