আন্তর্জাতিক

ট্রাম্পের ভাষণ সম্পাদনা বিতর্কে বিবিসির দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাবিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস।

সম্প্রতি, বিবিসির সংবাদ পরিবেশনে ‘গুরুতর পক্ষপাতিত্ব’ নিয়ে অভিযোগ উঠেছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, গাজা পরিস্থিতি এবং ট্রান্সজেন্ডারদের অধিকার বিষয়ে। এই অভিযোগগুলো আরও তীব্র হয়ে ওঠে যখন বিবিসির জনপ্রিয় তথ্যচিত্র সিরিজ ‘প্যানোরামা’-র একটি পর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের দুটি অংশ এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যেন তা ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার জন্য তার সমর্থকদের উস্কে দেয়ার মতো মনে হয়।

এই পরিস্থিতি নিয়ে বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। পরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ একটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করে, যা বিতর্ককে আরও ঘনীভূত করে।

এ বিষয়ে টিম ডেভি এক বিবৃতিতে বলেন, "কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে আমাকে শেষ পর্যন্ত এর দায় নিতে হবে।"

একইভাবে, ডেবোরাহ টারনেসও দায়িত্ব নিয়ে বলেন, "এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত দায়ভার আমার।"

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন