আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে: আফগান সরকার
স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধবিরতি বহাল থাকবে। এমন্ সিদ্ধান্ত জানিয়েছেন, তালেবান সরকারের মূখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
শনিবার (০৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, সেটি বহাল থাকবে।’ এসময় মধ্যস্থতা করার জন্য কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে, আলাদা এক্স-পোস্টে মুজাহিদ বলেছেন, ‘ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যখন আলোচনা চলছিল, তখন কান্দাহার প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে। তবে আলোচনার প্রতি শ্রদ্ধা জানাতে এবং বেসামরিক নাগরিকদের হতাহত রোধ করতে পাল্টা হামলা চালানো হয়নি।’
এসএইচ//