মসজিদে জুমার নামাজ আদায় করলেন মেয়র মামদানি
শুক্রবার (০৭ নভেম্বর) নিউইয়র্ক সিটির নতুন নির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন। রাজধানী সান জুয়ানের একটি মসজিদে নামাজ আদায় করেন তিনি।
এসময় মুসল্লিরা তাকে স্বাগত জানান। নামাজ শেষে মানুষের মাঝে খাবার বিতরণ করেন মামদানী।
সম্প্রতি নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন তিনি। এই নির্বাচনে ২০ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এটি নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনের ইতিহাসে রেকর্ড।
এসএইচ//