বিএনপি-জামায়াত যে কারো সঙ্গে জোট হতে পারে : নাসীরুদ্দীন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশ একটি সংকটের মুহূর্তে রয়েছে, সেই অবস্থায় বিএনপি ও জামায়াত যদি সংস্কারের বিষয়ে একটি জায়গায় আসে এবং ভবিষ্যতে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারো সঙ্গে এনসিপির জোট হতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন বলেন, বিচার ও সংস্কারের বিষয়ে যদি সমাধান না হয়, তাহলে এনসিপি কারো সঙ্গে জোটে যাবে না। ২০২৪ সালের পর চার দলীয় জোট কিংবা মহাজোট– কোনোভাবেই কাজ করবে না। কেননা প্রত্যেকটা দলকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এ কারণে প্রতীক বিক্রি করার কোনো সুযোগ নেই। অনেক দলের মাথা গরম হয়ে গেছে। এ কারণে তারা সরকারকে চাপ দিয়ে আরপিও পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে।
রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা রাস্তায় যুদ্ধ করা বন্ধ করেন। আপনাদের সামনে আলোচনার সুযোগ রয়েছে। বিএনপি জামায়াতকে এক টেবিলে বসানোর জন্য এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চের ছয় দল একসঙ্গে বসেছিল। বিএনপি ও জামায়াতের মধ্যে মল্লযুদ্ধ হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার এ দুই দলের কোর্টে বল ঠেলে দিয়েছে। কিন্তু তারা যদি সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে এটা এ দুই দলের জন্য লজ্জার বিষয়। সংস্কার ও বিচার ইস্যুতে একমত হলে নয় দলের মধ্যে রাজনৈতিক জোট হতে পারে।
এ এনসিপি নেতা বলেন, বিএনপির মনোনীত প্রার্থীর ওপর হামলার তিনি নিন্দা জানাচ্ছেন। রাস্তা বন্ধ করে আগুন জ্বালানো হয়েছে। আগুন তো জ্বলবে চুলায়, রাস্তায় জ্বলবে কেন? আবার রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সংস্কৃতি বন্ধ না হলে দেখবেন আপনার বাসার সামনেও বালুর ট্রাক দিয়ে আটকে দেওয়া হবে।
মনোনয়ন ফর্মের বিষয়ে নাসীরুদ্দীন বলেন, তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে কিংবা অনলাইনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। তবে কেউ চাইলে এর বেশিও দিতে পারেন। তবে জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এই ফরমের মূল্য দুই হাজার টাকা।
আই/এ