আন্তর্জাতিক

মামদানির জয়ে ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’- বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে- নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের পর এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (০৫ নভেম্বর) মিয়ামিতে ট্রাম্প দাবী করেন, ‘এক বছর আগে আমেরিকানরা তাকে নির্বাচিত করে দেশটির সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিল। কিন্তু নিউইয়র্কে আমরা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছি।

তিনি অভিযোগ করেন, তার বিরোধীরা একটি অর্থনৈতিক দুঃস্বপ্ন তৈরি করছে। যুক্তরাষ্ট্র এখন একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি।

এদিকে, নিউ ইয়র্কে মামদানীর বিজয় সম্পর্কে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, এটি উদার, প্রগতিশীল ও বহু সাংস্কৃতিক রাজনীতির জয়। ভোটাররা ভয় ও বিভক্তি উপেক্ষা করে সংখ্যালঘু ধর্ম ও জাতিগত সম্প্রদায়ের প্রার্থীকে মেয়র নির্বাচিত করেছেন।

বুধবার এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, তাদের প্রতিপক্ষ ধর্মকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্ত লন্ডনের মানুষ বারবার তাকে নির্বাচিত করেছেন। একইভাবে নিউইয়র্কের মানুষও জোহরানকে নির্বাচিত করেছেন। এতে প্রমান হয়েছে, লন্ডন ও নিউইয়র্কে সংখ্যালঘু মুসলিম প্রার্থীদের ভোট না দিতে মানুষকে ভয় দেখানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন