পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধে গিয়ে দুই বাংলাদেশি তরুণ নিহত
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। নিহতদের একজন গোপালগঞ্জের মুকসুদপুরের রতন ঢালী (২৯), অপরজন ফয়সাল হোসেন (২২)।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স ইউনিটের (সিটিটিসি) বিশেষ পুলিশ সুপার রওশন সাদিয়া আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিটিটিসি ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, রতন ও ফয়সাল ২০২৪ সালের ২৭ মার্চ বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করে। পরে সেখান থেকে অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তান গিয়ে টিটিপিতে যোগ দেয়।
নিহত রতন খিলগাঁওয়ের একটি মেডিকেল সেন্টারে কাজ করতেন। তিনি ২০২৪ সালের ১০ এপ্রিল রোজার ঈদে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করেন। তখন জানিয়েছিলেন, ভারতে আছেন এবং শিগগিরই দুবাই যাবেন।
গোয়েন্দা সূত্র আরও জানায়, রতন ও ফয়সাল বাংলাদেশি তরুণদের প্ররোচনা এবং বিদেশে চরমপন্থী সংগঠনের যোগদানের পথ প্রশস্ত করার কাজেও জড়িত ছিলেন।
এসএইচ//