এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন
মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার নিজেদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (০৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ বলেন, আর্কটিকের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে স্বল্প সময়ের নোটিশেই পরীক্ষা চালানো সম্ভব।
বিশ্লেষকদের আশঙ্কা, পুতিনের এই পদক্ষেপে বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।
উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি হবে রাশিয়ার প্রথম পারমাণবিক পরীক্ষা। বর্তমানে ২১ শতকে উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।
এসএইচ//