আরও এক ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
গাজায় নিহত আরও এক ইসরাইলি বন্দির দেহাবশেষ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। বুধবার (০৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় মরদেহটি ফেরত দেওয়া হয়। খবর আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির অংশ হিসেবে এ পর্যন্ত মোট ২২ জন ইসরাইলি জিম্মির মরদেহ ইসরাইলের কাছে ফিরিয়ে দিয়েছে হামাস। চুক্তি অনুযায়ী, আরও ছয়জন বন্দির দেহাবশেষ ফেরত দেওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে একজন থাই ও একজন নেপালের নাগরিকও আছেন।
গেল মাস থেকেই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মৃত ইসরাইলিদের মরদেহ ফেরত দিচ্ছে হামাস। মোট ২৮ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে আগেই সম্মত হয়েছিল সংগঠনটি।
তবে ইসরাইলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহ হস্তান্তরে দেরি করছে। বিপরীতে হামাসের দাবি, গাজার ধ্বংসস্তূপের নিচে অনেক মরদেহ চাপা পড়ে আছে, তাই উদ্ধার প্রক্রিয়ায় সময় লাগছে।
চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জিম্মি বিনিময়ের অংশ হিসেবে ইসরাইল ইতিমধ্যে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। পাশাপাশি সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের মধ্যে দোষারোপ ও সংঘর্ষের ঘটনা অব্যাহত রয়েছে। গাজার বিভিন্ন এলাকায় এখনো ছিটেফোঁটা হামলার খবর পাওয়া যাচ্ছে।