সুদানে জানাজায় হামলা, ৪০ জনের মৃত্যু
সুদানের কেন্দ্রীয় কর্দোফান অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আল-ওবাইদে জানাজা পড়ার সময় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় ৪০ জন নিহত হয়েছেন।
গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটির আল-ফাশার শহরে আরএসএফ-এর সাম্প্রতিক হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হওয়ার পর নতুন এই হামলা হলো।
কর্দোফান রাজ্যে সরকার জানিয়েছে, গ্রামের একটি জানাজার তাঁবু লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস বলেছে,‘কোরদোফান অঞ্চলেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে।’
এসএইচ//