আন্তর্জাতিক

যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ৮

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় রেল উচ্চপদস্থ কর্মকর্তা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় হাওড়া রুটের লালখাদানের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষের পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে

দুর্ঘটনায় ওভারহেড বৈদ্যুতিক তার এবং সিগন্যালিং সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ঐ রুটের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, একটি ট্রেন এখানে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই রায়গড় দিক থেকে আসা আরেকটি ট্রেন পেছন থেকে তার সাথে ধাক্কা খায়।

তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগন্যালিং ত্রুটি বা মানবিক ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন