দেশজুড়ে

বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

কক্সবাজারের চকোরিয়া উপজেলায় এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও দুই জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চার জন নারী ও এক শিশু রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন