নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল : ইসি সচিব
জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাচ্ছে তিনটি নতুন রাজনৈতিক দল।
মঙ্গলবার (০৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে। নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
ইসি সচিব বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই শেষে ১৪৩টি আবেদনের মধ্যে মাঠপর্যায়ের তদন্তে ৩টি দল শর্ত পূরণ করেছে। এ দলগুলোকে নিবন্ধনের জন্য যোগ্য মনে করছে কমিশন।
তিনি বলেন, তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় ইসি বিজ্ঞপ্তি দিবে অভিমতের জন্য। ১২ তারিখের ভিতরে এই অভিমতের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত সময় সময়ের মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিন দলের প্রতীকের বিষয়ে তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যেটা আমার জানা আছে যে, এনসিপি চেয়েছিল “শাপলা কলি”, আরেকটা দল চেয়েছে ‘কাচি’ আর আরেকটা দল তাদের প্রতীক পরিবর্তনের জন্য অনুরোধ করেছে। সেজন্য এখন প্রতীকটা বলিনি। আরেকটা দল যেহ্বতু চেয়েছে সেটা আমি দেখিনি। সেটা যদি প্রাপ্যতা থেকে তাহলে সেটাসহ বিজ্ঞপ্তি দেওয়া হবে।’
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১৫ নভেম্বরের মধ্যে নেয়া সম্ভব হবে বলে ইসি সচিব আশাবাদ ব্যক্ত করেন।
আই/এ