গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গা: জাতিসংঘ মহাসচিব
স্বাধীনভাবে সাংবাদিকদের কাজ করার সুযোগ দেয়ার আহবান জানালো জাতিসংঘ
সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এই আহ্বান জানান। প্রতিবছর ২ নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
মহাসচিবের বিবৃতিতে বলা হয়েছে, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকরা ক্রমবর্ধমান বিপদে পড়ছেন। তারা মৌখিক নিপীড়ন, আইনি হুমকি, শারীরিক আক্রমণ, কারাবাস ও নির্যাতন, এমনকি জীবন ঝুঁকির মধ্যে আছেন।
গুতেরেস বলেন, ‘বর্তমানে যেকোনো সংঘাতের মধ্যে ফিলিস্তিনের গাজা সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ জায়গা হয়ে গেছে। আমি আবারও এসব ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি।’
গুতেরেস আরো বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের এই আন্তর্জাতিক দিবসে আমরা ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার প্রায় ১০টি ঘটনার মধ্যে ৯টির বিচার এখনও হয়নি।’
মহাসচিব বলেন, ‘বিচারহীনতা শুধু ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি অন্যায় নয়; এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ, সহিংসতা বাড়ানোর সুযোগ এবং গণতন্ত্রের জন্য হুমকি। সব সরকারের উচিত প্রতিটি ঘটনার তদন্ত করে অপরাধীদের বিচার নিশ্চিত করা। সবখানে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা।’
বিশেষভাবে নারী সাংবাদিকদের ওপর অনলাইনে হুমকি ও হয়রানির বিষয়টিকেও উল্লেখ করেছেন তিনি। গুতেরেস বলেন, ‘অনলাইন হুমকি ও হয়রানি প্রতিরোধে সক্রিয় হতে হবে। এসব অপরাধের বেশির ভাগ ক্ষেত্রেই শাস্তি দেওয়া হয় না। যা বাস্তব জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ডিজিটাল দুনিয়াকে সাংবাদিকদের জন্য নিরাপদ রাখতে হবে।’
‘যখন সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ হয়, তখন আমরা সবাই আমাদের কণ্ঠ হারাই। তিনি আহবান জানান, আসুন সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায়, জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং সত্য প্রকাশে যারা নির্ভয়ে কাজ করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্মিলিত অবস্থান নেই।’
এসএইচ//