আন্তর্জাতিক

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

রাশিয়া ও চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে।

সোমবার (৩ নভেম্বর) সিএবিএস নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অন্য দেশগুলো ঠিকই পরীক্ষা চালাচ্ছে। আমরাই একমাত্র দেশ যারা এই পরীক্ষা করি না। আমি চাই না যে আমরা একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা চালায়নি।’

ট্রাম্প আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করাটা বাস্তবসম্মত নয়। আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না; তাহলে জানবেন কীভাবে এটা কাজ করে কিনা?’

তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিকে প্রশংসা করে বলেন, ‘আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে যা অন্য কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয়, চীন অনেক পিছিয়ে, তবে পাঁচ বছরের মধ্যে হয়তো তারা সমপর্যায়ে আসতে পারে।’

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ট্রাম্প ৩০ বছরেরও বেশি সময় পর আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। এরই মধ্য দিয়ে বিশ্বের মহাশক্তিধর দেশগুলোর পারমাণবিক অস্ত্র নিয়ে প্রতিযোগিতা নতুন করে আলোচনায় আসতে শুরু করেছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন