খালার বাড়ি বেড়াতে এসে দুই ভাই-বোনের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের কইড়ার পাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
নিহতরা হলেন টৈটং ইউনিয়নের বনকানন এলাকার বাসিন্দা মো. আমিনের সন্তান—মোহাম্মদ হাসান (৮) ও নূরী (১০)।
স্থানীয়দের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানায়, শনিবার মা–এর সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে দুই ভাইবোন। রোববার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরে শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে।
দুজনকেই দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি সিরাজুল মোস্তফা জানান, এটি একেবারে দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারটি শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
এসি