মেঘের চাদরে ঢাকা আকাশ, খেলছে বৃষ্টির খেলা
বঙ্গোপসাগরের নীল জলরাশিতে জন্মানো ছোট লঘুচাপ দেশের আকাশে বয়ে এনেছে হালকা শীতল বাতাস। দক্ষিণ ও পূর্বাঞ্চলের আকাশে ঘন হতে শুরু করেছে মেঘ, আকাশে ভেসে বেড়াচ্ছে বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা কিছুটা কমছে, রাতের তাপমাত্রা স্থির থাকলেও আকাশের খোলা জায়গায় হালকা হাওয়া খেলছে, যেন সূর্যের তাপে একটু বিশ্রাম নিতে চায়।
রোববার (০২ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়া কিছুটা পরিবর্তিত হবে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, “গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলের লঘুচাপ দুর্বল হয়ে গেছে। তবে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমারের উপকূলে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হতে পারে।”
রোববার (০২ নভেম্বর) বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবারের পূর্বাভাস (০৩ নভেম্বর) বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশের সঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে (০৫ নভেম্বর) চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এছাড়া বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশের সঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বঙ্গোপসাগরের এই ছোট লঘুচাপ দেশের আকাশে হালকা শীতলতা ও বৃষ্টির ছোঁয়া নিয়ে এসেছে। বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে।
এসি//