মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের রাজধানী হারমোসিলোতে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। স্থানীয় সময় শনিবার (০১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জনপ্রিয় খুচরা বিক্রয়কেন্দ্র ‘ওয়ালডো’স সুপারমার্কেট’-এ ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে, চারপাশে ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।
সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হামলা বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছি, তবে একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।’
এ ঘটনার পর উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের সময় দোকানের ভেতরে অন্তত ৪০ জন ক্রেতা ও কর্মী ছিলেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘হারমোসিলোতে প্রাণহানির এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সবধরনের সহায়তা দেওয়া হবে।’
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণটি গ্যাস লিকেজ থেকে ঘটতে পারে। দমকলকর্মীরা জানিয়েছেন, দোকানের রান্নাঘর বা সংরক্ষণাগারে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণটি হতে পারে। তবে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এমএ//