যুক্তরাষ্ট্রকে রুখতে রাশিয়া, চীন ও ইরানের সাহায্য চাইলেন মাদুরো
যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর কারনে রাশিয়া, চীন এবং ইরানের সহযোগিতা চাচ্ছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাডার সিস্টেম, বিমান মেরামত এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্যে এসব দেশের সহায়তা চাইছেন তিনি।
শুক্রবার (৩১ অক্টোবর) ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে লেখা চিঠিতে এসব সহযোগিতা চাওয়া হয়েছে। এছড়াও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও একটি চিঠি পাঠানোর জন্য প্রস্তুত করেছেন মাদুরো।
ভেনিজুয়েলার পরিবহন মন্ত্রী র্যামন সেলেস্টিনো ভেলাস্কেজ ইরানি এক কর্মকর্তাকেও জানিয়েছেন তাদের 'প্যাসিভ ডিটেকশন সরঞ্জাম', 'জিপিএস স্ক্র্যাম্বলার' এবং ১০০০ কিলোমিটার পাল্লার ড্রোন প্রয়োজন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা নেই।’
এসএইচ//