নিলামে উঠলো সোনার টয়লেট, নাম-আমেরিকা
আমেরিকার নিউইয়র্কে নিলামে উঠেছে বিশ্বের সবচেয়ে দামি টয়লেট। ১৮ ক্যারেট বিশুদ্ধ সোনার ২২০ পাউন্ড (১০১.২ কিলোগ্রাম) ওজনের এই টয়লেটটির প্রারম্ভিক দর ধরা হয়েছে ১ কোটি মার্কিন ডলার। ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি এই ভাস্কর্যটির নাম ‘আমেরিকা’।
শুক্রবার (৩১ অক্টোবর) নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স একে ‘শিল্প ও বাণিজ্যের সংঘাতের ব্যঙ্গাত্মক প্রতীক’ হিসেবে ঘোষণা করে।
নিলামের আয়োজক প্রতিষ্ঠান সোথেবি’সের সমকালীন শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান ‘শিল্পজগতের এক প্ররোচণামূলক শিল্পী’, যিনি ব্যঙ্গ ও বিলাসিতার সংমিশ্রণে কাজ করেন।
ক্যাটেলান এর আগে ২০২৪ সালে নিউইয়র্কে তার ‘কমেডিয়ান’ নামের শিল্পকর্ম (দেয়ালে টেপ দিয়ে আটকানো কলা) ৬২ লাখ ডলারে বিক্রি করেছিলেন। তার আরেক শিল্পকর্ম ‘হিম’ (হাঁটু গেড়ে বসা হিটলারের ভাস্কর্য) ২০১৬ সালে নিলামে বিক্রি হয় ১ কোটি ৭২ লাখ ডলারে।
শিল্পী ক্যাটেলান বলেন, ‘আমেরিকা’ হলো অতিরিক্ত সম্পদের প্রতি এক ব্যঙ্গাত্মক প্রতিবাদ। তার ভাষায়, ‘আপনি ২০০ ডলারের খাবার খান বা ২ ডলারের হটডগ; টয়লেটে ফলাফল একই।’
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘আমেরিকার’ দুটি সংস্করণ তৈরি করা হয়। এর একটি এখন এক অজ্ঞাত সংগ্রাহকের মালিকানায় রয়েছে এবং সেটিই এবার নিলামে উঠছে। অন্যটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল, যেখানে এক লাখেরও বেশি দর্শক এটি দেখতে গিয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেস থেকে এটি চুরি হয়ে যায়।
এসএইচ//