ক্যারিবিয়ান অঞ্চলে উত্তেজনা, ৩ রাষ্ট্রের সহযোগিতা চাইলো ভেনেজুয়েলা
ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষাপটে রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা বাড়াতে তৎপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
গোপন মার্কিন নথির বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, নিজের দেশের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এসব দেশ থেকে রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র সহায়তা এবং যুদ্ধবিমানের মেরামতের সহায়তা চেয়েছেন মাদুরো।
প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে যাওয়া তাঁর এক উপদেষ্টা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এসব সহায়তার অনুরোধপত্র পৌঁছে দেন। একইভাবে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কাছেও তিনি এক চিঠিতে “যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনার প্রতিক্রিয়ায়” বিস্তৃত সামরিক সহযোগিতা চান এবং চীনা রাডার তৈরির কাজ দ্রুত শেষ করার আহ্বান জানান।
মার্কিন নথিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কার্যক্রমকে “চীনবিরোধী পদক্ষেপ” আখ্যা দিয়ে মাদুরো দাবি করেছেন, চীন ও ভেনেজুয়েলা একই আদর্শে বিশ্বাসী দেশ।
অন্যদিকে ভেনেজুয়েলার পরিবহণমন্ত্রী রামন সেলেস্টিনো ভেলাসকেজ সম্প্রতি ইরান থেকে সামরিক সরঞ্জাম ও ড্রোন পাঠানোর ব্যবস্থা করেন। এক ইরানি কর্মকর্তাকে তিনি জানান, তাদের প্রয়োজন “প্যাসিভ ডিটেকশন যন্ত্র”, “জিপিএস স্ক্র্যাম্বলার” এবং “এক হাজার কিলোমিটার দূরত্বে উড়তে সক্ষম ড্রোন”।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র অন্তত ১২টি অভিযানে চালিয়েছে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলা উপকূলে তথাকথিত মাদকবাহী জাহাজে হামলা চালিয়ে ৬০ জনের বেশি মানুষ হত্যা করেছে। তবে এসব অভিযানের কোনো প্রমাণ দেয়নি ওয়াশিংটন; অন্যদিকে মাদুরো অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছেন।
এমএ//