গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত
গাজীপুরে জয়দেবপুর জংশনের কাছে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এক পাশের লাইন বন্ধ থাকলেও বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জংশনের সহকারী স্টেশন মাস্টার আবুল হোসেন।
জয়দেবপুর রেলস্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। জয়দেবপুর জংশনের আগেই ট্রেনটির শেষ সারির একটি বগি হঠাৎ রেললাইন থেকে ছিটকে যায়। ঘটনার পরপরই ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে।
সবশেষ বিকাল ৫ টার দিকেও ট্রেনটির বগি উদ্ধারের কার্যক্রম চলছিল বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
এসএইচ//