দেশজুড়ে

জুতার সূত্র ধরে মিললো গৃহবধূর মরদেহ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সা‌র্ভিস নিহত গৃহবধু ওই এলাকার আফসার আলীর স্ত্রী।

বুধবার (২৯ অ‌ক্টোবর) সন্ধ‌্যা সাড়ে ৬টার দিকে বা‌ড়ির পশ্চিম পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরা (বিল) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে  মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি সবার অগোচরে বা‌ড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন‌নি। ফুলবা‌ড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন

স্থানীয়রা জানান,  গৃহবধূ নিখোঁজ হওয়ার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত স্বজনরা তাকে বি‌ভিন্ন স্থানে খোঁজাখুঁ‌জি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়‌নি।

এক পর্যায়ে বুধবার বিকেলে বা‌ড়ির পাশে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার বিল পাড়ে তার ব‌্যবহৃত জুতা পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারের লোকজনের সন্দেহ নিখোঁজ গৃহবধূ এই বিলে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে পারে।

পরিবারের লোকজন ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর নিয়ে দুপুর থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্থানীয় ১০ থেকে ১৫ জন ব্যক্তি ওই বিলে বিভিন্ন কায়দায় উদ্ধারের চেষ্টা করে তারা ওই গৃহবধূকে উদ্ধার করতে পারেনি।

পরে বিকেল সাড়ে বিকেল পাঁচটার দিকের রংপুর থেকে ফায়ার সা‌র্ভিসের এক‌টি ডু‌বু‌রি দল ওই বিলে গিয়ে ঘণ্টাব‌্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করে

 গৃহবধূর স্বজনরা জানান, শা‌ফিয়া বেগম দীর্ঘ‌দিন ধরে নানা রোগে ভ‌ুগ‌ছিলেন। ঢাকা, রংপুরসহ বি‌ভিন্ন জায়গায় চি‌কিৎসা করার পরও তার কোনো অগ্রগ‌তি হয়‌নি। ফলে দীর্ঘ‌দিন ধরে বিষাদগ্রস্ত ছিলেন শা‌ফিয়া।

 এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন