ইসরাইলি হামলায় স্ত্রীসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরাইলি হামলায় সস্ত্রীক নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আল-মুনিরাভি।
উপত্যকাটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, বুধবার (২৯ অক্টোবর) গাজার শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় প্যালেস্টাইন নিউজপেপার-এর সাংবাদিক মোহাম্মদ আল-মুনিরাভি এবং তার স্ত্রী নুসেইরাত নিহত হন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যাতে গাজায় চালানো হত্যাযজ্ঞের সঠিক তথ্য প্রকাশ না পায়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সাংবাদিক সুরক্ষা সংগঠন এবং ফিলিস্তিনিরা বারবার এই হত্যাকাণ্ডগুলোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি নিঃসন্দেহে এমন একটি ধারাবাহিক প্যাটার্ন যা সাংবাদিকদের উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করে সত্যকে চাপা দেওয়ার প্রচেষ্টা মাত্র।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত মোট ২৫৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
এসএইচ//