দেশজুড়ে

গাজীপুরে অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে মহানগরীর বাসন থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোর এলাকায় থেকে তাদের আটক করা হয় তারা সম্পর্কে বাবা ও ছেলে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন মো. তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মো. মুশফিক (২৭) তারা বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা

অভিযান শেষে আটক দুজনকে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে সকালে গাজীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়

যৌথ বাহিনীর অভিযানে ওই বাড়ি থেকে বড় ছুরি ৮টি, ছোট ছুরি ১৯টি, বড় চাপাতি ৫টি, ছোট চাপাতি ৫টি, লোহার হাসুয়া ২টি, রামদা ৫টি এবং ১টি সোজা রামদা উদ্ধার করা হয়েছে এছাড়া নকল ডায়মন্ড ২৭টি এবং প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়

ওসি মো. শাহীন হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক কোথা থেকে এসেছে এবং এসবের সঙ্গে আর কারা কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন