আন্তর্জাতিক

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ইউরো দিল ইতালি

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ইউরো অনুদান দিয়েছে ইতালি।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সহায়তা কমিউনিটিভিত্তিক গুরুত্বপূর্ণ সুরক্ষা কার্যক্রম টেকসই রাখতে খরচ হবে। পাশাপাশি  লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও শিশু সুরক্ষা জোরদার করবে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, ইতালির জনগণের এই উদার অনুদান রোহিঙ্গাদের জরুরি চাহিদা মেটাবে। তাদের সংকট ও ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সুরক্ষা দেবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন