আন্তর্জাতিক

ট্রাম্প ‘শান্তির দূত’: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তির দূত’ আখ্যা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এই আখ্যা দেয়া হয়।

বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট লি বলেন, ‘ট্রাম্প প্রকৃতই শান্তির দূত। তিনিই একমাত্র বিদেশি রাষ্ট্রপ্রধান, যিনি দক্ষিণ কোরিয়ায় দুইবার রাষ্ট্রীয় সফর করেছেন।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প দায়িত্ব নেয়ার মাত্র নয় মাসে বিশ্বের আটটি সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এটি সত্যিই প্রশংসনীয়।’

এসময় প্রেসিডেন্ট লি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পারমাণবিক চালিত সাবমেরিনের জন্য জ্বালানি সরবরাহে ট্রাম্পের কাছে অনুরোধ জানান।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন