ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া পৌঁছানোর ঠিক আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ং জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর কিছুক্ষণ পরই দক্ষিণ কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
আজ বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।
আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, মার্কিন শুল্ক ইস্যুতে গেল কয়েক মাস ধরেই চীন-আমেরিকার টানাপোড়েন চলছে। ট্রাম্প আশা করছেন, চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে।
এসএইচ//