ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশও দিয়েছেন তিনি।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। ৬৪ জেলার প্রশাসকদের তালিকা তৈরি করা হয়েছে। কর্মকর্তাদের নিজ জেলা বা শ্বশুরবাড়ি এলাকায় দায়িত্ব দেওয়া হবে না। এছাড়া, আগের তিন নির্বাচনে যারা রিটার্নিং বা প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, তাদের এবার দায়িত্ব দেওয়া হবে না।
শফিকুল আলম আরও জানান, নির্বাচনকে ঘিরে সামাজিক মাধ্যমে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে নজরদারির জন্য বিশেষ কমিটি গঠন করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে।
প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, “দেশের ভেতর ও বাইরে থেকে কিছু অপশক্তি নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে চাইবে। তবে আমরা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব চ্যালেঞ্জ মোকাবিলা করব।”
এমএ//