আঘাত হানতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘মেলিসা’
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ভয়ংকর গতিতে জ্যামাইকার দিকে ধেয়ে আসছে। ঘণ্টায় ১৭৫ মাইল (২৮১.৬ কিলোমিটার) বেগে বয়ে যাওয়া বাতাসে এটি এখন ক্যাটেগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে—যা ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে রেকর্ড গড়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আবহাওয়াবিদরা বলছেন, মেলিসা এত দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে যে প্রচলিত সতর্কতা ও প্রস্তুতি কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
জ্যামাইকা গত এক দশকেরও বেশি সময় পর এমন একটি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে, যার তীব্রতা ইতিহাসের যেকোনো ঘূর্ণিঝড়ের চেয়ে বেশি।
ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করেছে, মেলিসার প্রভাবে প্রচণ্ড ভূমিধস, ভয়াবহ বন্যা ও ধ্বংসাত্মক ঝড়ো বাতাসে দ্বীপটির অনেক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যেতে পারে। ইতোমধ্যেই হাইতি ও জ্যামাইকায় তিনজন করে এবং ডোমিনিকান রিপাবলিকে একজনের মৃত্যু ঘটেছে।
জ্যামাইকার সরকার উপকূলীয় অঞ্চলগুলোতে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। উদ্ধারকর্মীরা জরুরি প্রস্তুতিতে নিয়োজিত রয়েছেন। উপকূলবর্তী নাগরিকদের নিরাপদ স্থানে বা আশ্রয়কেন্দ্রে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি মেলিসা বর্তমান গতিতে স্থলভাগে আঘাত হানে, তবে এটি দেশটির যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ ও অবকাঠামোতে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।
এমএ//