আইন-বিচার

বিপুল সংখ্যক আসামির জামিন বিষয়ে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

বিপুল সংখ্যক আসামির জামিন দেয়ার বিষয়ে হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাখ্যা চাওয়া তিন বিচারপতি হলেন আবু তাহের সাইফুর রহমান, মোস্তফা জামান ইসলাম এবং জাকির হোসেন।

এদিকে জামিন দিতে চাপ প্রয়োগের ঘটনায় আপিল বিভাগও বিব্রতবোধ করেছে। জুলাই-আগস্টের একটি হত্যা মামলার আসামি আব্দুল হক প্রামাণিকের জামিন শুনানি নিয়ে আপিল বিভাগ অনিশ্চয়তায় পড়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন