মালবাহী ট্রেন–লরি সংঘর্ষ, চাপা পড়ে নিহত ১
চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। লরিটির নিচে চাপা পড়ে শামসুল হাই (৬০) নামের এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত শামসুল ওই এলাকায় থাকা দোকানগুলোর নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।এদিকে গেট থাকলেও ঘটনাস্থলে গেটম্যান গেট ফেলেননি বলছেন রেলওয়ে কর্মকর্তা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেট থাকলেও ঘটনাস্থলে গেটম্যান গেট ফেলেননি। গেটম্যানের অবহেলা রয়েছে। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছেন। এখন উদ্ধারকাজ চলছে।
এর আগে দায়িত্বরত গেইটকিপার জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাক সিগন্যাল মানেনি। পরে সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়।
এদিকে স্থানীয়রাও দুর্ঘটনার জন্য গেইট কিপারের গাফিলতিকে দায়ী করছেন।
জানা গেছে, চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোর ৪টা ১০ মিনিটে কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাচ্ছিলো। ট্রেনটিতে ৩১ টি মালবাহী বগি ছিল, দুর্ঘটনায় এর মধ্যে একটি বগি এবং ইঞ্জিন উল্টো যায়। এঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
আই/এ