দেশজুড়ে

সিরাজগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনের মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

র‍্যালির আগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আলআমিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। তিনি বলেন, যুবকরাই জাতির প্রাণশক্তি। সংগঠনের প্রতিটি সদস্যকে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভা ও র‍্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শহরজুড়ে উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করেন তারা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন