আন্তর্জাতিক

সৌদী আরবে সাড়ে ২২ হাজার প্রবাসী গ্রেফতার

ছবি: সংগৃহীত

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন অমান্যের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (২৬ অক্টোবর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

আরবের সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালানো হয়। এসময় ২২ হাজার ৬শ’১৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটিতে নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এসময় আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৬শ’৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। আর সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে চার হাজার ৩৯৪ জনকে। এছাড়া শ্রম আইন অমান্যের দায়ে গ্রেফতার করা হয় চার হাজার ৫শ’৬৭ জনকে। 

সৌদী আরবে বর্তমোনে ৩১ হাজার ৩শ’৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এরমধ্যে ২৯ হাজার ৮শ’১৪ জন পুরুষ এবং ১৫শ’৬০ জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৩ হাজার ২১ জনকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন