জাতীয়

টক শোতে ড. ইউনূসের বিরুদ্ধে কথা বলছে, ওই সাহস ১৫ বছর কোথায় ছিল : তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অনেকেই টেলিভিশন টক শোতে বসে বসে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে। ওই সাহস কোথায় ছিল গত ১৫ বছরে?

রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্সশীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, যারা ভায়োলেন্স করবে, আজকে যদি সুযোগ পায়, আজকেই আমাদের মেরে ফেলবে, তারা ঘুরে বেড়াচ্ছে সাংবাদিক পরিচয়ে বা বিভিন্ন পরিচয়ে, বুদ্ধিজীবী পরিচয়ে। টেলিভিশন টক শোতে বসে বসে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলতেছে। ওই সাহস কোথায় ছিল গত ১৫ বছরে?’

তিনি বলেন, এরপরও সরকারের পক্ষ থেকে খুব বেশিব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি এ জন্য যে আমরা চাই না যে আমরা কোনো হস্তক্ষেপ করি।

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা রোধে আইন করা যায় কি না? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাংবাদিকতার পরিমণ্ডল থেকে যদি খারাপ মানুষ না সরানো যায়, রাজনৈতিক দুর্বৃত্তায়ন যদি থেকে যায়, তাহলে অবশ্যই সাংবাদিকদের ওপর আক্রমণ হবে।

দেশে দুটো গণমাধ্যমের অনুমোদন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন,  পুরোনো বন্দোবস্তের লোকেরা, পুরোনো বড় বড় মিডিয়া হাউস যারা আছে, তারা চায় না যে দেশে কোনো বিকল্প গণমাধ্যম হোক। সে জায়গা থেকে বিভিন্নভাবে এটাতে (দুই গণমাধ্যমের অনুমোদন) ফ্রেমিংয়েরচেষ্টা করা হচ্ছে। দেশে বিকল্প গণমাধ্যম ছাড়া বাকশালি ইকোসিস্টেমপরিবর্তন করা সম্ভব নয়। তাই তিনি বিকল্প মিডিয়া দেবেন।

এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের আশুকরণীয় ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি প্রস্তাব আগামী নভেম্বর মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

অনুষ্ঠানে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন