আবহাওয়া

সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে আজ রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় ‘মন্থা’য় পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর সরাসরি প্রভাব বাংলাদেশে পড়বে না।

আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সাগর থাকবে উত্তাল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সতর্কভাবে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের শেষভাগে বঙ্গোপসাগরে এ ধরনের নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি স্বাভাবিক। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের ঘনত্ব ও অনিশ্চয়তা বেড়ে গেছে, তাই উপকূলীয় মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন