অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির নতুন নির্দেশনা
নিজের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) অতিরিক্ত সিম নিবন্ধিত থাকলে তা দ্রুত ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (২৬ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক গ্রাহক নিজের এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম কার্ড রাখার সুযোগ পাবেন। এর বেশি সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
গ্রাহকরা চাইলে নিজেদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন। এজন্য মোবাইলে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই তথ্য পাওয়া যাবে।
বিটিআরসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি নিজের অতিরিক্ত সিম বাতিল না করেন, তাহলে দৈবচয়নের ভিত্তিতে কমিশন স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেবে।
অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড কমিয়ে আনা হবে।
তিনি বলেন, ‘অনেকে অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়ে। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই ব্যক্তিপ্রতি সিমের সংখ্যা সীমিত করা হচ্ছে, যা সর্বোচ্চ সাতটিতে নামিয়ে আনা হতে পারে।’
এমএ//