মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাব মেশিন সরানোর প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আধুনিক কার্ডিয়া ক্যাথ-ল্যাব মেশিন অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে এবং শূন্যপদ পূরণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরাম।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধনে চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ২০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত অত্যাধুনিক ক্যাথ-ল্যাব মেশিনটি চালুর উদ্যোগ না নিয়ে বরং তা ঢাকায় সরিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে। এই মেশিনটি হৃদরোগীর এনজিওগ্রাম ও রিং স্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রমে ব্যবহৃত হয়। সিরাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই উদ্যোগ নস্যাৎ করার চেষ্টা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
তারা আরও বলেন, বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে, ফলে রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে পাঁচ দফা দাবির মধ্যে ছিল—
১. ক্যাথ-ল্যাব মেশিন সরানোর ষড়যন্ত্র বন্ধ,
২. হাসপাতালের সকল শূন্যপদ দ্রুত পূরণ,
৩. পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ,
৪. পূর্ণাঙ্গ হার্ট ও ক্যানসার ইউনিট চালু,
৫. হাসপাতাল পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আহ্বায়ক ডা. আব্দুল লতিফ, অধ্যাপক ডা. এম মুরাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, বিএনপি নেতা আসলাম উদ্দিন, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, ডা. আব্দুল আজিজ ও ডা. চুমকি প্রমুখ।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান, দ্রুত ব্যবস্থা নিয়ে সিরাজগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার এই হাসপাতালকে পূর্ণাঙ্গ সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার।
আই/এ