মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে এক ব্যক্তির মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ফার্মগেটের খামারবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবুল কালাম। তার বাড়ি শরীয়তপুর বুলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “নকশাগত ত্রুটির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এর আগে জাপানি ঠিকাদারদের বিষয়টি জানানো হলেও তারা সংশোধন করেনি।”
এর আগেও, ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় একই ধরনের ঘটনা ঘটে—যেখানে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল।
উল্লেখ্য, বড় সেতু বা উড়ালপথের সংযোগস্থলে ব্যবহৃত এই বিয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবারের তৈরি, যা যানবাহনের চাপ সরাসরি পিলারে না পড়ে নিচের মাটিতে স্থানান্তরিত করতে সাহায্য করে। বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এমএ//