আন্তর্জাতিক

মরণফাঁদ ‘খেলনা বন্দুক’, দৃষ্টিশক্তি হারালো ৬৪ শিশু

ভারতের আলোর উৎসব দীপাবলি এবার বহু পরিবারের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উৎসবের আনন্দ ছাপিয়ে এখন শোকের ছায়া নেমেছে মধ্যপ্রদেশ ও বিহারের অসংখ্য ঘরে। কারণ ‘খেলনা বন্দুক’। বন্দুকের বিস্ফোরণে ৬৪ জন শিশু-কিশোর চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টি।

দীপাবলিকে ঘিরে দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিল স্থানীয়ভাবে তৈরি এক ধরনের কার্বাইড বন্দুক। সামান্য ক্যালসিয়াম কার্বাইড ও পানি ব্যবহার করে এটি চালানো যায়, আর এতে উৎপন্ন হয় জোরালো বিস্ফোরণের শব্দ—যা ছোটদের কাছে পটকার মতোই রোমাঞ্চকর মনে হয়েছে।

অল্প দাম ও সহজলভ্যতার কারণে এই বন্দুক মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ও বাজারে ট্রেন্ডিং হয়ে পড়ে। কিন্তু উৎসবের আনন্দের মাঝেই এই খেলনা পরিণত হয় ভয়ংকর ফাঁদে।

২০ অক্টোবর দীপাবলি উদযাপনের পর থেকে মাত্র তিন দিনের ব্যবধানে মধ্যপ্রদেশে শতাধিক শিশু গুরুতর চোখের আঘাতে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকদের ভাষায়, অন্তত ১৪ জনের চোখের ক্ষতি এতটাই মারাত্মক যে তারা আর কখনও দৃষ্টি ফিরে পাবে না।

বিহারের পরিস্থিতি আরও ভয়াবহ। রাজধানী পাটনাতেই ৫০ জনের বেশি শিশু স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে বলে জানায় দ্য ইন্ডিপেন্ডেন্ট। চিকিৎসকরা আশঙ্কা করছেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।

ভোপাল মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের (বিএসএইচআরসি) চক্ষুবিদ্যা বিভাগের প্রধান ডা. হেমলতা যাদব বলেন, “এটি কোনও নিরীহ খেলনা নয়—বরং একপ্রকার রাসায়নিক বোমা। সামান্য অসতর্ক হলেই এটি ভয়াবহ ক্ষতি করতে পারে।”

সূত্র: দ্যা ইন্ডিপেন্ডেন্ট

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন