রাজনীতি

গণতান্ত্রিক ছাত্র সংসদ নাম বদলে এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তিনামকরণ করা হয়েছে। পূর্বের স্বতন্ত্র, স্বাধীন ছাত্রসংগঠনের পরিবর্তে এটিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন করা হয়েছে। নতুন সংগঠনের ঘোষণা দেন জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডের আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।  তবে  জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা করা হয়নি।

সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন,   জুলাই সনদ বাস্তবায়নে এনসিপি কোন ছাড় দেবে না যেকোনো মূল্যে সেটি বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা পেলে তবেই স্বাক্ষর করবে এনসিপি।

তিনি  বলেন, জুলাই সনদ স্বাক্ষর করার পর দুইটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ স্বাক্ষর প্রত্যাহার করতে চায়। আরেক পক্ষ কালি দিয়ে গেড়ে দিতে চায়।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষনাপত্র নিয়েও দেশের মানুষ সন্তুষ্ট হয়নি। একটি  রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী সেটা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন

দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, অল্প সময়ের মধ্যেই সারাদেশের জেলা ও মহানগরে এনসিপির আহবায়ক কমিটি দেয়া শুরু হবে। এনসিপি মাই ম্যানের পলিটিক্স করবে না। বিশ্বস্তদের নেতৃত্বেই এগিয়ে যাবে দল।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই-আগস্টের চেতনা যেন ম্লান হয়ে না যায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ছাত্রদল সবসময় জুলাইযোদ্ধাদের পাশে ছিল, আছে এবং থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, একটি ছাত্র সংগঠন বর্তমানে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আওয়ামী লীগের ভোট নিয়ে রাজনীতি করছে। গুপ্ত ও মুনাফিক ছাত্রসংগঠনের মতো আচরণ না করার আহ্বান জানাই

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন