খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

সিরিজের ৩য় ও সিরিজ নির্ধারনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ব্যাটিংয়ে রেকর্ড জুটি দাড় করান সৌম্য সরকার ও সাইফ হোসেন। সাইফ আউট হওয়ার আগে এ জুটি করে ১৭৬ রান। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটনতামিমের ২৯২ রান উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ।

দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সৌম্য। এ ছাড়া ৮০ রান করেছেন সাইফ। জবাবে ৩০ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

২৯৭ রানের টার্গেট দিয়ে শুরু থেকে দুই প্রান্তে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ।  বড় লক্ষ্য থাকলেও দেখেশুনে খেলেন দুই ক্যারিবীয় ওপেনার। জুটি ভাঙতে পঞ্চম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। আলিক আথানজেকে এলবিডাব্লুউ এর ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসুম।

নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের দেখা পান নাসুম। বাঁহাতি এই স্পিনারের এবারের শিকার আকিম অগাস্টে। তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার।

গেল ম্যাচ একাই জেতানো শাই হোপ ফিরেছেন চার রানে। এরপরে আর দাঁড়াতে পারেনি কোন ক্যারবীয় ব্যাটসম্যান।

শেষদিকে জাস্টিন গ্রেভস-আকিল হোসেনরা পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন। দশ নম্বরে নামা আকিলের ব্যাট থেকে এসেছে ২৭ রান। যা ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মিরাজ ও তানভির।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন