সাইফ-সৌম্যের দুর্দান্ত জুটি তবুও তিনশ ছুঁতে পারেনি বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৯৬ রান সংগ্রহ করে স্বাগতিক দল। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সৌম্য। দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান করেন সাইফ।
ম্যাচের শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। তাদের রেকর্ড গড়া জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। অসাধারণ সূচনার পরও ৩০০ না করতে পারাটা ব্যর্থতাই বলতে হবে। মিডল অর্ডারে দ্রুত উইকেট পতনের কারণে রানের গতিতে ভাটা পড়ে। ওয়েস্ট ইন্ডিজকে টার্গেট দেয় ২৯৭ রানের । ৮ উইকেটে ২৯৬ রানে থেমে যায় বাংলাদেশের স্কোর। মিরাজ ফিরেছেন ১৭ বলে ১৭ রান করে। নুরুল হাসান অপরাজিত থাকলেন ৮ বলে ১৬ রান করে।
সৌম্য সরকার ও সাইফ হাসানের ২৫.২ ওভারে ১৭৬ রানের জুটি গড়েছিলেন সৌম্য ও সাইফ। ৫ রানের ব্যবধানে দুজনের বিদায়ের পর নাজমুল ও হৃদয় স্কোরটাকে নিয়ে গিয়েছিলেন ২৩১ রানে।
এরপর দ্রুতই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এর ৩টিই ৪৬তম ওভারে নিয়েছেন আকিল হোসেন। সেখান থেকে ২৪ বলে ৩৫ রানের জুটি গড়েন নুরুল ও মিরাজ।
এইচএস//