জাতীয়

বদলে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স নিবন্ধন প্রক্রিয়া

ড্রাইভিং লাইসেন্স পেতে এখন থেকে চালকদের বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ নিতে হবে, আর প্রশিক্ষণকালীন সময়ে অংশগ্রহণকারীদের ভাতাও দেওয়া হবে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ফাওজুল কবির বলেন, “সড়কে দুর্ঘটনা ও যানজটের অন্যতম প্রধান কারণ হলো অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত চালক। নিরাপদ ও শৃঙ্খল সড়ক ব্যবস্থার জন্য প্রথম শর্ত হচ্ছে প্রশিক্ষিত ড্রাইভার তৈরি করা।”

তিনি বলেন, “এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বড় পরিবর্তন আসছে। আগে যে কমিটি লাইসেন্স দিত, সেটি বাদ দেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় প্রশিক্ষণই হবে লাইসেন্স পাওয়ার মূল শর্ত।”

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। “অন্য দেশের মতো বাংলাদেশেও লাইসেন্স পেতে হলে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে। ৬০ ঘণ্টার এই প্রশিক্ষণ শেষ করেই লাইসেন্স পরীক্ষায় অংশ নেওয়া যাবে,” বলেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমবে এবং পেশাদার চালকদের মান আরও উন্নত হবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন