ককুরের সন্ধান পেতে থানায় অভিযোগ, শহরজুড়ে মাইকিং
চার বছর বয়সি কুকুর ‘কালু’র সন্ধানে থানায় অভিযোগ করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকুল কান্তি তরফদার। কেবল অভিযোগ করেই থামেননি তিনি। প্রিয় পোষা প্রাণির সন্ধানে শহরজুড়ে চলছে মাইকিং।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ‘কালু’। দেশীয় জাতের এই কুকুরটির গায়ের রং কালো, আর গলার চারপাশে সাদা পশমের একটি বৃত্ত। হারানোর সময় গলায় ছিল একটি বেল্ট। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
অনুকুল কান্তি তরফদার বলেন, কালুকে আমি শুধু কুকুর বলব না, ও আমার পরিবারের একজন সদস্য। চার বছর ধরে নিজের সন্তানের মতো লালন করেছি। প্রতিদিন সকালে ও বিকেলে একসঙ্গে হাঁটতাম। ওইদিন বিকেলে শহরের আলোরমেলা বাসা থেকে একটু হাঁটতে বের হই, সঙ্গে ছিল কালু। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে হঠাৎই ওকে খুঁজে পেলাম না। সারারাত খুঁজেছি, কিন্তু পাইনি। পরিবারের সবাই এখন খুব মন খারাপ করে আছে’।
তিনি জানান, ‘কালু খুব শান্ত স্বভাবের কুকুর। হয়তো পথ হারিয়ে গেছে, হয়তো কারও ঘরে আশ্রয় নিয়েছে, তাই সবার কাছে অনুরোধ করছি, যদি কেউ ওকে দেখে থাকেন, দয়া করে খবর দিন’।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মালিকের পক্ষ থেকে কুকুর নিখোঁজের একটি অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি’।
এদিকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং চালানো হচ্ছে। একটি গৃহপালিত কুকুর হারিয়ে গেছে। গায়ের রঙ কালো, গলায় সাদা পশম, গলায় বেল্ট পরানো। কেউ দেখে থাকলে দয়া করে ডিসি অফিসের নেজারত শাখায় খবর দিন।
কুকুরের প্রতি এমন ভালোবাসা শহর জুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
আই/এ