গাজায় নিহত শিশুরাও কি সন্ত্রাসী ছিল? ট্রাম্পকে প্রশ্ন খামেনির
গাজা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাকে অপরাধের প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
তিনি ওয়াশিংটনের সন্ত্রাসবাদবিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, তারা (আমেরিকা) বলে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে। এই হামলায় ২০ হাজারের বেশি শিশু ও নবজাতক নিহত হয়েছে। তারা কি সন্ত্রাসী ছিল?
সোমবার (২০ অক্টোবর) তেহরানে ইরানি ক্রীড়াবিদ এবং বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের সাথে এক বৈঠকে খামেনি এই মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, মার্কিন অস্ত্র, রসদ এবং অন্যান্য সম্পদ ইসরায়েলকে সরবরাহ করা হয়েছিল এবং তা গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। খামেনি যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে সন্ত্রাসবাদের উৎপাদক হিসেবে অভিযুক্ত করে বলেন, আপনারা আইএসআইএস তৈরি করেছেন, আপনারা একে এই অঞ্চলে লেলিয়ে দিয়েছেন এবং আপনারা একে পরে ব্যবহারের জন্য একটি উপকরণ হিসেবে রেখেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইসরায়েল সফর ও মন্তব্যকে মূর্খতাপূর্ণ এবং নাটুকে আচরণ বলে অভিহিত করেন। তিনি বলেন, ট্রাম্পের এই সফর ১২ দিনের যুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ের পর হতোদ্যম ইসরায়েলি কর্মকর্তাদের সান্ত্বনা দেওয়ার এবং একটি পরাজিত শাসনের মনোবল পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা মাত্র।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
এসি//