খেলাধুলা

এমবাপ্পের গোলে বার্সাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল

লা লিগার শীর্ষস্থান ফিরে পেতে জয়ের বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের । গেতাফের মাঠে কঠিন লড়াইয়ে ধুঁকলেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোস।

গেতাফের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে লিগ টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ৯ ম্যাচে ৮ জয় নিয়ে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

পুরো ম্যাচে রিয়াল দাপট দেখায় বল দখলে ও আক্রমণে। ৭৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ২৩টি শট নেয় তারা, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে গেতাফের ৭ শটের মাত্র একটি লক্ষ্যে ছিল।

ম্যাচের মোড় ঘুরে যায় শেষের দিকে। ৭৬ থেকে ৮৪ মিনিটের মধ্যে দুই খেলোয়াড়কে হারায় গেতাফে। আর এই সময়ের মাঝেই বদলি হিসেবে নামা আর্দা গুলারের দারুণ পাস থেকে গোল করে  রিয়ালকে জয়ে এনে দেন এমবাপ্পে।

 

এই গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন ফরাসি সুপারস্টার এমবাপ্পে। তার এই ধারাবাহিক ফর্মেই আবারও লা লিগার শীর্ষে ফিরেছে জাবি আলনসোর দল।

এ সম্পর্কিত আরও পড়ুন